Friday, October 21, 2016

সাজে রঙের ছোঁয়া

শরৎ শেষ হলো মাত্র। ঋতুর হিসাবে এখন হেমন্ত। হালকা হিম হিম হাওয়া জানান দিচ্ছে শীত আসছে। এটাই যেন নানা রঙের ছোঁয়ায় বর্ণিল সাজে সেজে ওঠার সময়৷ কারণ এখন আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে মেকআপে থাকছে উজ্জ্বল সব রঙের ব্যবহার৷ কিন্তু গরমের কারণে বছরের অন্য সময় এড়িয়ে চলা হয় এসব উজ্জ্বল রং৷ কিন্তু শীতের আমেজ যখন আসতে থাকে, তখন থেকেই মেকআপে নানা রং ব্যবহার করা যায়। এই সময়টাতে মেকআপটা সহজে নষ্ট হয়ে যায় না৷ সৌন্দর্যচর্চাকেন্দ্র পারসোনার পরিচালক নুজহাত খান জানালেন, আন্তর্জাতিক ফ্যাশন ধারায় এ বছরের পুরোটায় চোখ ও ঠোঁটের সাজে প্রাধান্য পাবে ম্যাজেন্টা, হলুদ, সবুজের মতো গাঢ় রং। গ্লিটারের ব্যবহারও বেশ নজর কাড়বে৷ ব্লাশনে থাকবে পিচ ও গোলাপি রঙের ছোঁয়া৷


এই সময়ে সাজটা কী হবে, আর আসছে শীতকালে সাজের ধারাটাই বা কেমন হবে তার কিছু নমুনা দেখা যাবে এই ছবিগুলোতে। সাজানোর কাজটি করে দিয়েছে অরা বিউটি লাউঞ্জ। 
সাজে বর্ণিল আভা
প্রায় প্রতিটি সাজে বেসটা একই রকম হবে৷ তবে চোখের পাতায় নীল আইশ্যাডের ব্যবহারে আনতে পারেন মায়াবী আমেজ৷ চোখকে ফুটিয়ে তুলতে থাকছে সাদার ছোঁয়া৷ চোখের নিচে টানা হয়েছে নীল কাজল৷ ঠোঁটে মিষ্টি গোলাপির ছোঁয়া৷
জমকালো সাজে
ছাই আর সোনারঙা সাজে সাজানো চোখ। রাতের যেকোনো পার্টির জন্য আদর্শ৷ রোল করে বাঁধা চুল আর লাল লিপস্টিকে পরিপূর্ণ রাতের সাজ৷
চোখে রঙিন ছোঁয়া
প্রথমেই ক্রায়লন দিয়ে মুখের বেসটা তৈরি করে নিন৷ এরপর মুখে হালকা পানি স্প্রে করে বা ছিটিয়ে ফেস পাউডার লাগান৷ এবার স্কিনটোনের সঙ্গে মিল রেখে প্যানকেক ব্যবহার করুন৷ ভালো মতো কনট্যুরিং করে নিন৷ চোখে রঙিন ছোঁয়া আনতে পারেন তিন রং ব্যবহার করে। সোনালি, বেগুনি ও সবুজ তিনটি রং মিলিয়ে দিতে পারেন চোখে৷ এবার চোখে সাদা কাজল টেনে নিন, চোখ আরও বড় দেখাবে৷ ঠোঁটের সাজে থাকতে পারে গাঢ় ম্যাজেন্টা গ্লসি লিপস্টিক।
হলদে-সবুজ চোখ
উজ্জ্বল রংগুলো এ সময় চোখকে ধাঁধিয়ে দেয় না৷ তাই সাজে একটু পরীক্ষা-নিরীক্ষা তো করা যেতেই পারে৷ চোখের পাতায় হলুদ আর কোণে টিয়া সবুজের ছোঁয়া৷ চোখকে আরও আকর্ষণীয় করতে ব্যবহার করতে পারেন ঘন মাশকারা৷
গোলাপি আভা
চোখের পাতায় গোলাপি শ্যাডোর কোণে আলতো কালোর ছোঁয়া৷ নিচে কাজল টানা চোখ আর ঠোঁটে ম্যাট লিপস্টিকে পরিপূর্ণ সাজ।
গ্লিটারে উজ্জ্বল
মেকআপে এখন থেকেই দেখা যাবে গ্লিটারের প্রাধান্য৷ চোখে লালচে গ্লিটার আর ঠোঁটে মিষ্টি গোলাপি রঙের ছোঁয়া৷

No comments:

Post a Comment

Pages

 

Sample text

Sample Text

 
Blogger Templates