Sunday, October 30, 2016

সিরিয়ায় বিমান হামলা, ২২ শিশুসহ নিহত ২৬


Image result for আফগানিস্তানে ৩০ জনকে হত্যা করেছে জঙ্গিরা

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি স্কুলে বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ২২ জন শিশু ও ছয়জন শিক্ষক রয়েছেন। জাতিসংঘের শিশু-বিষয়ক তহবিল ইউনিসেফ গতকাল বুধবার এ তথ্য জানায়। 


আজ বৃহস্পতিবার ইউনিসেফের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, ইউনিসেফের পরিচালক অ্যান্থনি লেক বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। এটি চরম সন্ত্রাস। যদি ইচ্ছা করেই এ হামলা চালানো হয়ে থাকে, তাহলে তা অবশ্যই যুদ্ধাপরাধ।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, যুদ্ধবিমানগুলো রাশিয়া বা সিরিয়া যারই হোক, ছয়টি হামলা চালিয়েছে। হাস গ্রামে চালানো এসব বিমান হামলায় স্কুলগামী ১১ শিশুসহ অন্তত ৩৫ জন সাধারণ মানুষ নিহত হয়।
লেক বলেন, স্কুল প্রাঙ্গণে ‘বারবার হামলা’ চালানোর ঘটনা সম্ভবত পাঁচ বছর আগে শুরু হওয়া এ যুদ্ধে সবচেয়ে সহিংস হামলার ঘটনা। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সিরিয়া ও তার মিত্রদেশ রাশিয়া বিদ্রোহীদের দমনের নামে বেসামরিক অবকাঠামোগুলোতে বাছবিচারহীন হামলা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চুরকিন বলেন, ‘এটি ভয়ংকর, জঘন্য। আশা করছি, এতে আমরা জড়িত নই।’
ইদলিব মিডিয়া সেন্টারের একজন কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এসব অভিযান চালানো হয়। এসব হামলার কারণে ওই দিনের মতো স্কুলটি ছুটি ঘোষণা করা হয়। এরপর শিশুরা তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশে স্কুল থেকে বের হচ্ছিল। ঠিক সে সময়ই স্কুলের প্রবেশমুখে একটি রকেট আঘাত হানে।

আফগানিস্তানে ৩০ জনকে হত্যা করেছে জঙ্গিরা


Image result for আফগানিস্তানে ৩০ জনকে হত্যা করেছে জঙ্গিরা

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে জঙ্গিরা অন্তত ৩০ জন বেসামরিক লোককে হত্যা করেছে। আজ বুধবার স্থানীয় সরকারের বরাত দিয়ে এএফপি এ খবর জানায়। ওই জঙ্গিরা ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে সম্পৃক্ত বলে প্রতিবেদনে বলা হয়।


ঘোরের গভর্নর নাসির খাজেহ এএফপিকে বলেন, দায়েশ (ইসলামিক স্টেট গ্রুপ) প্রায় ৩০ জন মানুষকে হত্যা করেছে। এদের মধ্যে শিশুও রয়েছে।
এখন পর্যন্ত কেউ এ হত্যার দায় স্বীকার করেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাহাড়ে জ্বালানি কাঠ আনতে গেলে এসব মানুষকে অপহরণ করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে গেলে জঙ্গিরা গুলি করে। ঘোর সরকারের মুখপাত্র জানায়, সেখানে আইএসের এক কমান্ডারও নিহত হয়েছে।

দুই দফা ভূমিকম্পে কাঁপল মধ্য ইতালি


Image result for দুই দফা ভূমিকম্পে কাঁপল মধ্য ইতালি

দুই দফা ভূমিকম্পে গত বুধবার রাতে কেঁপে ওঠে ইতালির মধ্যাঞ্চল। আক্রান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো বাসিন্দাকে। তবে ভূমিকম্পে কোনো নিহতের খবর গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। কয়েকজন সামান্য আহত হয়েছেন।


বুধবার রাতে ইতালির মধ্যাঞ্চলের মাচেরাতা প্রদেশে প্রথম দফায় পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তখনই ওই এলাকা ছাড়তে শুরু করেন বাসিন্দারা। দুই ঘণ্টা পর আঘাত হানে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প।
স্থানীয় লোকজন বলেন, দ্বিতীয় ভূমিকম্প ছিল অনেক সময় জুড়ে। এতে ক্ষয়ক্ষতি বেশি হয়। দুই দফা ভূমিকম্পে ঐতিহাসিক স্থাপনাসমৃদ্ধ ওই এলাকার অনেক ভবন ধসে পড়েছে।
শতবর্ষের পুরোনো গির্জা এবং বহু ঐতিহাসিক স্থাপনা ধসে পড়ায় স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, আসছে দিনগুলোতে সেখানে পর্যটন ব্যবসায় ধস নামবে।
উস্সিতা শহরের মেয়র মার্কো রিনালদি বলেন, ‘বহু ভবন ধসে পড়েছে। আমাদের শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’
বুধবারের ভূমিকম্পের ফলে উপদ্রুত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত আগস্টে ওই এলাকার কাছেই ভূমিকম্পে প্রায় ৩০০ জন মারা গিয়েছিলেন।

নোবেল পেয়ে ‘ভাষা হারান’ বব ডিলান


Image result for ডিলান

অবশেষে নোবেল পুরস্কার পাওয়ার বিষয়ে রহস্যময় দীর্ঘ নীরবতা ভাঙলেন খ্যাতিমান মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান। তিনি জানিয়েছেন, আসলে নোবেল পাওয়ার খবরে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। সে কারণেই এত দিন নীরব ছিলেন। নোবেল ফাউন্ডেশন গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সুইডিশ একাডেমির স্থায়ী সচিব সারা দানিউসকে টেলিফোন করে বব ডিলান বলেছেন, ‘নোবেল পুরস্কার বিজয়ের খবর আমাকে বাকরুদ্ধ করে দিয়েছিল। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি।’
সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় নোবেল পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে বিশিষ্ট এই শিল্পী উপস্থিত থাকবেন কি না, তা স্পষ্ট করে বলা হয়নি নোবেল ফাউন্ডেশনের বিবৃতিতে।
তবে যুক্তরাজ্যের সংবাদপত্র টেলিগ্রাফ এক খবরে বলেছে, ডিলান তাদের জানিয়েছেন, ‘যদি সম্ভব হয়, তাহলে আমি অবশ্যই যাব।’ পত্রিকাটিকে এক সাক্ষাৎকারে ডিলান নোবেল পুরস্কার বিজয়কে ‘বিস্ময়কর, অবিশ্বাস্য’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এটা বিশ্বাস করা কঠিন। এমন স্বপ্ন কজনইবা দেখতে পারে?’


সর্বশেষ গতকাল শনিবার সুইডিশ একাডেমি বলেছে, স্টকহোমের অনুষ্ঠানে বব ডিলানকে থাকতেই হবে এমন কোনো কথা নেই। তবে তিনি চাইলে যেকোনো উপায়ে নিজের কোনো বক্তব্য কিংবা গান সম্প্রচারের ব্যবস্থা করতে পারেন সেখানে।
সুইডেনের একটি রেডিওকে সারা দানিউস বলেন, ডিলান চাইলে যেকোনো কিছুর ব্যবস্থা করতে পারেন। সেটা হতে পারে কোনো সংক্ষিপ্ত বক্তব্য, ভিডিও সম্প্রচার, এমনকি কোনো গান। তিনি বলেন, ‘আমি আশা করছি, যেটা ইচ্ছা হয়, তিনি তা করবেন। অনুষ্ঠান সার্থক করতে ডিলানের ইচ্ছাপূরণে যা প্রয়োজন, সুইডিশ একাডেমি তা করবে।’
মার্কিন সংগীতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে তহবিল সংগ্রহের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের জন্য বাংলাদেশের সঙ্গেও জড়িয়ে আছে ডিলানের নাম। তিনি নোবেল পুরস্কার পাওয়ায় বাংলাদেশেও অনুরাগীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। কিন্তু পুরস্কার ঘোষণার পর থেকেই তিনি ছিলেন নীরব। এই নীরবতা অনেকের মনেই প্রশ্নের জন্ম দেয়, ডিলান কি পুরস্কার নিতে স্টকহোমে যাচ্ছেন? নাকি পুরস্কার বর্জন করতে চলেছেন?
সুইডিশ লেখক ও সুইডিশ একাডেমির সদস্য পার ওয়াস্টবার্গ গত সপ্তাহে বলেন, ডিলানের এই নীরবতা ‘অভদ্র এবং অহংকারী’ আচরণ। তাঁর এ মন্তব্যের পর শিল্পীর নোবেল পুরস্কার গ্রহণ নিয়ে ওঠা সংশয় আরও গাঢ় হয়।
তবে সারা দানিউস জানান, গত মঙ্গলবার তাঁকে ফোন করেন বব ডিলান। ১৫ মিনিট কথা বলেন তাঁরা। সুইডিশ বার্তা সংস্থা টিটিকে সারা দানিউস বলেন, টেলিফোনের আলাপচারিতায় ডিলান ছিলেন ‘নম্র, বন্ধুত্বপূর্ণ এবং মজার’।

বিমার টাকা পেতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড



Image result for বিমার টাকা

পিরোজপুরে বিমার টাকা পাওয়ার লোভে জেসমিন আক্তার (৮) নামের এক শিশুকে হত্যার দায়ে তার বাবা মহারাজ হাওলাদারকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি মহারাজকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
সাজাপ্রাপ্ত মহারাজ মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহারাজ তাঁর শিশুসন্তান জেসমিন আক্তারের নামে পপুলার লাইফ ইনস্যুরেন্সে ১ লাখ ২০ হাজার টাকার একটি জীবনবিমা করেন। ২০০৫ সালের ৪ মে রাতে জেসমিনকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি খালে ফেলে দেন মহারাজ। এরপর তিনি পানিতে ডুবে জেসমিন মারা গেছে বলে এলাকাবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শ্বাসরোধে জেসমিনের মৃত্যু হয়েছে। এরপর ওই বছরের ২৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহারাজের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০০৬ সালের ১৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারেজ তালুকদার মহারাজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিমার টাকা পাওয়ার জন্য মহারাজ তাঁর মেয়েকে হত্যা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক আজ মহারাজকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। জেসমিনের মৃত্যুর কয়েক বছর আগে তাঁর মায়ের সঙ্গে মহারাজের বিচ্ছেদ ঘটে।
গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন
একই আদালতের বিচারক আজ আকলিমা বেগম (২৫) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী সেলিম ব্যাপারীকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেলিম ব্যাপারী একই উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী ব্যাপারীর ছেলে। রায় ঘোষণার সময় সেলিম ব্যাপারী আদালতে উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ৮ জুলাই ভোরে দাম্পত্য কলহের জের ধরে সেলিম ব্যাপারী তাঁর স্ত্রী আকলিমাকে মারধর করেন। একপর্যায়ে তিনি আকলিমাকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় আকলিমার ভাই আবুল কালাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেন।

বাড়ি সংস্কার নিয়ে ঝামেলায় হিলারি


Image result for হিলারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন শহর কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই তাঁর বাড়ি মেরামত ও পুনর্বিন্যাসের কাজ করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে শহর কর্তৃপক্ষ তদন্ত করে এর সত্যতা পেয়েছে। অনুমতি না পাওয়া পর্যন্ত সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গত গ্রীষ্মে নিউইয়র্কের বিলাসবহুল এলাকা উয়েস্টচেস্টার এলাকার চাপাকুয়াতে ১৬ লাখ ডলার দিয়ে একটি বাড়ি কেনেন ক্লিনটন দম্পতি। অক্টোবরের প্রথম দিকে ওই বাড়ির গাছ কাটার বিষয়টি নজরে এলে এলাকাবাসী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাড়ি পরিদর্শনে গিয়ে দেখেন, সমস্যা আরও গভীরে। ভবন পরিদর্শক দেখতে পান, অনুমতি না নিয়ে বাড়িটি পুনর্বিন্যাস করা হয়েছে। রান্নাঘরকে করা হয়েছে আধুনিকায়ন। নতুন করে হিটিং ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে। বাড়ির কাঠামো পরিবর্তন করে আধুনিকায়ন করা হয়েছে একটি সুইমিংপুলও। গত আগস্ট মাস থেকে শুরু হওয়া এসব কাজের জন্য শহর কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে পরিদর্শনে বেরিয়ে আসে।


গতকাল শনিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শহরের ভবন পরিদর্শক উইলিয়াম মাসকিল প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন। মাসকিল তাঁর প্রতিবেদনে বলেছেন, ভবন নির্মাণে বেশ কিছু নিয়মনীতি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে ১৭ অক্টোবর বাড়ির মালিককে একটি চিঠি দেওয়া হয়েছে। ২১ অক্টোবর পুনরায় পরিদর্শনে গিয়ে অনুমতি না নেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাড়ির মালিক ইচ্ছা করলেই নকশা পরিবর্তন, পরিবর্ধন বা পুনর্বিন্যাস করতে পারেন না। এ জন্য যথাযথভাবে আবেদন করতে হয়। কর্তৃপক্ষ এ বিষয়ে এলাকাবাসীর মতামত নিয়ে ইতিবাচক সাড়া পেলে তবেই অনুমতি দিয়ে থাকে। অনুমতি ছাড়া এ ধরনের কাজ করা হলে বাড়ির মালিককে বড় মাপের জরিমানার সম্মুখীন হতে হয়।

ট্রাম্প-সমর্থকের ভোট জালিয়াতি


Image result for ট্রাম্প

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপি হবে। তাঁর এ রকম অভিযোগের মধ্যেই জাল ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হলেন ট্রাম্পের সমর্থক টেরি লিন রোট। তাঁর দাবি, কারচুপি হবে মনে করেই তিনি জাল ভোট দিতে গিয়েছিলেন।

গতকাল শনিবার থেকেই আইওয়া অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। পল্ক কাউন্টির তালিকাভুক্ত রিপাবলিকান-সমর্থক টেরি লিন রোট ভোট জালিয়াতির জন্য গ্রেপ্তার হয়েছেন। আগাম ভোট দেওয়ার সুযোগ নিয়ে টেরি রোট প্রথম দফা কাউন্টি ভোটকেন্দ্রে ভোট দেন। এরপর দ্বিতীয় দফা ভোট দিতে হাজির হন কাউন্টির ভ্রাম্যমাণ একটি ভোটকেন্দ্রে। টেরিকে ভোট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর পাঁচ হাজার ডলারের বিনিময়ে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আগামী ৭ নভেম্বর তাঁকে আবার আদালতে হাজিরা দিতে হবে।


জামিন পাওয়ার পর টেরি বলেন, প্রথম দফা ভোট দিয়ে তাঁর মনে হয়েছে, সেটি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে চলে যাবে। এ কারণে দ্বিতীয় দফা ভোট দিতে গেছেন, যাতে সেটি ট্রাম্পের ঘরেই যায়। নির্বাচনী প্রচারের শুরু থেকেই নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে জানিয়েছেন টেরি।
টেরির ভোট জালিয়াতির খবর ফাঁস হয়ে যাওয়ার পর গতকাল ডোনাল্ড ট্রাম্প ৮ নভেম্বর নির্বাচনের দিনেই তাঁকে ভোট দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কলোরাডোয় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, আগাম ব্যালট পেপার নিয়ে তাঁর মনে সন্দেহ আছে।
কয়েক সপ্তাহ ধরে নির্বাচনে কারচুপি হবে বলে মাঠ গরম করেন ট্রাম্প। গত শুক্রবার মার্কিন তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক জেমস কমি জানান, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের আরও গোপন ই-মেইলের সন্ধান পাওয়া গেছে। তা নিয়ে তদন্ত শুরু হবে। এরপর ট্রাম্প সুর নরম করেছেন। গতকাল রাতে তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে, আগে যতটা মনে করেছিলাম, নির্বাচন ততটা জালিয়াতিপূর্ণ হবে না।’

হ্যালোইন পার্টিতে হিলারি-ট্রাম্প হাত ধরে!


Image result for হিলারি-ট্রাম্প

বিতর্কে একে অন্যকে করলেন আক্রমণ; আর রাতের আঁধারে হাত ধরাধরি করে হ্যালোইন পার্টিতে! অনেকেরই চোখ ছানাবড়া, ঠিক দেখছি তো? ডোনাল্ড ট্রাম্প আর হিলারি ক্লিনটন একসঙ্গে পার্টি করে বেড়াচ্ছেন! যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আছে নয় দিন। তার আগে হ্যালোইন পার্টির এই ছবি ইনস্টাগ্রামে ভাইরাল। সাজগোজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ‘ছবির হিলারি’ ক্যাপশনে লিখেছেন, ‘নির্বাচনের আগে একটু পার্টি হোক।’ তবে চিন্তিত হওয়ার কিছু নেই হিলারি-ভক্তদের। কারণ, হ্যালোইন পার্টিতে আসল হিলারি-ট্রাম্প নন, ছিলেন নকল হিলারি আর ট্রাম্প। নকল সাজে থাকলেও তাঁরা কিন্তু যুক্তরাষ্ট্রের জনপ্রিয় দুই তারকা। সংগীতশিল্পী কেটি পেরি আর তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা অরনাল্ডো ব্লুম ফন্দি করেই এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। আর তাঁদের এই নকল সাজ হ্যালোইন উৎসব উপলক্ষে। 


সোনালি চুল আর লাল স্যুট প্যান্টে কেটি পেরি যেন সত্যিই হিলারি হয়ে উঠেছিলেন। আর ডোনাল্ড ট্রাম্পের সাজে রুপালি চুলে থাকা অরনাল্ডো ব্লুমের মেকআপও ছিল দেখার মতো। শুধু নিজেরা নন, নকল এফবিআই ঘেরা নিরাপত্তাবেষ্টনীসহ পার্টিতে গিয়েছিলেন এই জুটি।
সূত্র: পিপল ও ম্যাশেবল

Pages

 

Sample text

Sample Text

 
Blogger Templates