Tuesday, November 1, 2016

নকিয়ার নতুন ফোন বাজারে

নকিয়া ব্র্যান্ডের একটি নতুন ফিচার ফোন বাংলাদেশের বাজারে ছেড়েছে মাইক্রোসফট। নকিয়া ২১৬ মডেলের এ ফোনটির দাম ২ হাজার ৯৯০ টাকা।


ফোনটিতে আছে এলইডি ফ্ল্যাশযুক্ত দুটি ভিজিএ ক্যামেরা। এতে অপেরা মোবাইল স্টোর থেকে অ্যাপ ব্যবহারের সুবিধা আছে। ২ দশমিক ৪ ইঞ্চি মাপের কিউভিজিএ স্ক্রিনের ফোনটিতে মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ডুয়াল সিমের ফোনটিতে আছে এফএম রেডিও, এমপিথ্রি এবং ভিডিও প্লেয়ার ও হেডসেটের জন্য ব্লুটুথ অডিও সমর্থন। ফোনটির পেছনের ক্যামেরার এলইডি ফ্ল্যাশ বিল্ট-ইন টর্চলাইটের চেয়েও দ্বিগুণ বেশি আলো সৃষ্টি করে। ফোনটি কালো, ধূসর ও নীল রঙে পাওয়া যাবে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে মাইক্রোসফট তাদের ফিচার ফোন ব্যবসা এফআইএইচ মোবাইল লিমিটেডের কাছে বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ লেনদেন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নকিয়ার ফিচার ফোনের ব্যবসা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment

Pages

 

Sample text

Sample Text

 
Blogger Templates